শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের রৌমারীতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আমির হামজা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আমির হামজা শৌলমারী এলাকার মৃত নুর মোহাম্মদের পুত্র।
মঙ্গলবার (২০ জুন) সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নতুন শৌলমারী এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান কৃষক আমির হামজা। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু(ইউডি) মামলা নথিভুক্ত করা হয়েছে।