সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ছাত্র আন্দোলনের ত্যাগ স্মরণেই গ্রাফিতি আঁকছে শিক্ষার্থীরা

কুড়িগ্রামে ছাত্র আন্দোলনের ত্যাগ স্মরণেই গ্রাফিতি আঁকছে শিক্ষার্থীরা

কুড়িগ্রাম প্রতিনিধি:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতেই কুড়িগ্রাম জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় দেয়ালে দেয়ালে ও গুরুত্বপূর্ণ স্থানে আঁকা হচ্ছে গ্রাফিতি। বিভিন্ন স্কুল-কলেজের সাধারন শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কাজে। ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় রাখতেই এ উদ্যোগ নিয়েছেন শিক্ষার্থীরা।

গ্রাফিতিতে রাঙিয়ে তোলা হয়েছে দেশ সংস্কারের বিভিন্ন স্লোগান এবং গণ অভ্যুত্থানের বর্ণিল চিত্র। ফুটিয়ে তোলা হয়েছে ছাত্র আন্দোলনের পটভূমি ও উৎসাহ মূলক নানা চিত্র। বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প ও আন্দোলন অভ্যুত্থানের নানা ঘটনা। শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অর্জন ও ত্যাগের গল্প।

সাধারন শিক্ষার্থীরা বলছেন, আন্দোলন ও ত্যাগের মহিমা তুলে ধরতেই গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। সুন্দর সমাজ ও দেশ গড়ার পরিকল্পনা নিয়ে আমাদেরকে ঐক্যের শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের সমন্বয়ক মোরসালিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতেই কুড়িগ্রাম জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। পরবর্তী প্রজন্মের কাছে সমাজ বা রাষ্ট্রের কী চাওয়া সেটা তুলে ধরতেই শিক্ষার্থীদের এ উদ্যোগ।

শিক্ষার্থীদের আঁকা শিল্পকর্ম নজর কেড়েছে পথচারীসহ সাধারণ মানুষের। এতে করে দেয়ালের সৌন্দর্যও বর্ধণ হচ্ছে। শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেছে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com