শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে চোরাই সেচ পাম্প উদ্ধারসহ চোর সিন্ডিকেট চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী উপজেলার খামার আন্ধারীঝাড় গ্রামের মোছাঃ আফরোজা বেগমের গত ২৭ ডিসেম্বর রাতে বসতবাড়ীর সামনে পুকুর পাড়ে থাকা বৈদুতিক একটি সেচ পাম্প চুরি হয়। পরে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ করার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযান পরিচালনা করে শুক্রবার রাতে হারিয়ে যাওয়া সেচ পাম্পটি উদ্ধারসহ চোর সিন্ডিকেট দলের ২ সদস্য ভূরুঙ্গামারী চর বারুইটারী গ্রামের মোঃ রিয়াজুল ইসলাম (৩০) ও খামার আন্ধারীঝাড় (বৈরাগীটারী) গ্রামের মোঃ মজনু মিয়া (১৯)কে গ্রেফতার করা হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত দুই আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।