রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: বাংলাদেশের আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা ৭টি ডাকাতি ও ২টি অস্ত্র মামলার আসামী কুখ্যাত ডাকাত হুমায়নকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (২১ আগস্ট) ভোরে কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা চেকপোস্টে নিয়মিত চেকপোস্ট চলাকালীন কুড়িগ্রাম সদরের মধ্যকুমড়পুর এলাকা থেকে ছিনতাই করা অটোরিক্সা নিয়ে উক্ত কুখ্যাত ডাকাত হুমায়ন পালানোর সময় ধরলা চেকপোস্টে দ্বায়িত্বরত সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
দুর্ধর্ষ ডাকাত হুমায়ন কবির ওরফে কবির হোসেন ওরফে হুমায়ন ওরফে হুমা(৫০) এর বিরুদ্ধে যশোর জেলার কোতোয়ালি থানায় ২০২২ সালের ডাকাতি মামলা ১ টি অস্ত্র মামলা ১ টি ও মনিরামপুর থানায় ডাকতি মামলা ১ টি। মাদারীপুর জেলার শিবচর থানায় ২০২২ সালের ডাকাতি মামলা ১ টি। মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায় ২০২০ সালের ডাকাতি মামলা ১ টি। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৭ সালের অস্ত্র আইনের মামলা ১টি। ঝিনাইদহ জেলার সদর থানার ২০২২ সালের ডাকাতি মামলা ১ টি ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানায় ২০২১ সালের দস্যুতা মামলা ১ টি সহ মোট ৯ টি মামলার কুখ্যাত আসামী।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, দুর্ধর্ষ ডাকাত হুমায়নকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নিরাপদ কুড়িগ্রাম জেলা গড়তে কাজ করছে পুলিশের সদস্যরা। অপরাধী যেই হোক, কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।