রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ

কিশোরগঞ্জে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি::

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের সিংগুয়া গ্রামের গণপূর্তের সাবেক কর্মচারী আব্দুর রহমান হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় কিশোরগঞ্জের-১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। রায়ে আরও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন-করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের সিংগুয়া গ্রামের কাসেম, নজরুল, লিটন ও সাত্তার। অপরদিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- একই গ্রামের সিরাজ, খোকন, সাহেদ ও কান্তু।

মামলার বিবরণ থেকে জানা যায়, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের সিংগুয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ২০০৬ সালের ২৩ এপ্রিল রাত ১টা ৩০ মিনিটের দিকে আসামিরা গণপূর্তের সাবেক কর্মচারী আব্দুর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী নূরুন্নাহার বাদী হয়ে ওইদিনই করিমগঞ্জ থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি সিআইডির তত্ত্বাবধানে গেলে তদন্তকারী কর্মকর্তা এএসপি রফিকুল ইসলাম ২০০৮ সালের ২৮ জানুয়ারি মামলার সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তারপর দীর্ঘ প্রায় ১২ বছর পর মামলায় এ রায় প্রদান করেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com