বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

কিম ও পুতিনকে নিয়ে নতুন অস্ত্র প্রদর্শন করল চীন

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংক

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: বেইজিংয়ে চীনের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে একসাথে দেখা গেল উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে।

বুধবার (৩ সেপ্টেম্বর) এই কুচকাওয়াজে উপস্থিত হয়ে তিন নেতা হাত মেলান এবং লাল গালিচায় একসাথে পা রাখেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর পূর্তিকে ঘিরে এই আয়োজন করা হয়। খবর বিবিসির।

চীনের এই কুচকাওয়াজকে দেখা হচ্ছে শি জিনপিংয়ের কূটনৈতিক সফলতা হিসেবে। কিমের উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি শেষ ছয় বছরে তার মাত্র দ্বিতীয় বিদেশ সফর। এর আগে তিনি কখনো শি ও পুতিনের সাথে একই অনুষ্ঠানে দেখা দেননি।

কুজকাওয়াজ পরিদর্শনের জন্য বেইজিংয়ে আমন্ত্রিত ২৬ জন রাষ্ট্রনেতার নামের একটি তালিকা প্রকাশ করেছে চীনের স্টেট কাউন্সিল। তাদের মধ্যে আছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট লুয়ং কুয়ং, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ, কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল।

তালিকায় আরও আছে মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো প্রমুখ রাষ্ট্রনেতার নাম। তবে আমন্ত্রিত ব্যক্তিদের সবাই বেইজিংয়ে গেছেন কি না, সেটা নিশ্চিত করতে পারেনি বিবিসি।

সামরিক কুজকাওয়াজের শুরুতে দেওয়া ভাষণে সি চিন পিং বলেন, অপ্রতিরোধ্য চীন’কে কোনোভাবেই ভয় দেখানো যাবে না।

চীন সামরিক কুচকাওয়াজে যেসব নতুন অস্ত্র সামনে এনেছে, তার মধ্যে লেজার অস্ত্র, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পানির নিচে পরিচালনায় সক্ষম বিশাল ড্রোন রয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কুচকাওয়াজ নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, “প্রেসিডেন্ট শি এবং চীনের দারুণ মানুষদের জন্য শুভকামনা রইল। ভ্লাদিমির পুতিন এবং কিম জং-উনকে সঙ্গে নিয়ে আপনি যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, তখন তাদেরকেও আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেবেন।”

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com