শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন ইউনুচ আলী।
সোমবার রাতে তিনি দর্শনা তদন্ত কেন্দ্র থেকে কালীগঞ্জ থানায় এসে যোগদান করেন। এ সময় তিনি ওসি (তদন্ত) আতিকুর রহমানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
ওসি ইউনুচ আলী ২০০০ সালে এসআই পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন। এরপর ২০১৩ সালে তিনি ইন্সপেক্টর পদে পদোন্নতি পান। ওই বছরই তিনি কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেন। পরে বিভিন্ন সময়ে তিনি চুয়াডাঙ্গা, বাগেরহাট ডিবি পুলিশের ওসি ও দর্শনা তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।