শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

কালীগঞ্জে গাঁজাসহ দুই ভাই আটক

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রাম থেকে গাঁজাসহ আতিয়ার রহমান ও মতিয়ার রহমান দুই ভাইকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়।

রোববার সকালে তাদের আটক করা হয়। আটককৃত দুই জন ফয়লা গ্রামের তারেক আলীর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১’শ ২০ গ্রাম গাঁজাসহ ওই দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।

অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আববাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই জিএম শহীদুল ইসলাম, আজিজ খান, সাইদুল হকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com