শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা মাঠের মধ্যে একটি আখ ক্ষেতে কিছু জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, ইনসুরেন্স এর কাগজ ও সিম পড়ে রয়েছে। গত কয়েক দিন ধরে ক্ষেতের মধ্যে পড়ে থাকা গুরুত্বপূর্ণ এসব কাগজপত্র রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে। গত ১৪ সেপ্টেম্বর রাতে ওই এলাকায় যানবাহনে ডাকাতির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। তবে পুলিশ ডাকাতির বিষয়টি অস্বীকার করেছে।
এলাকাবাসীর ধারণা গত ১৪ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের লাউতলা ও চারমাইল মাঠের মধ্যে ডাকাতি সংঘঠিত হয়। এসময় ডাকাতরা দু’টি যাত্রীবাহি বাস, একটি প্রাইভেট ও একটি মুরগীর বাচ্চাবাহি গাড়ি থেকে মোবাইল, স্বর্ণাংকার, নগদ টাকা ও কাগজপত্র লুট করে। ডাকাতদলের সদস্যরা ওই রাতে লুটকৃত সম্পদ ভাগাভাগির পর মাঠের মধ্যে এই কাগজগুলো ফেলে রেখে যায়।