মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:০২ অপরাহ্ন
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় ২৪ কেজি গাঁজাসহ মো. লেকবার সরদার (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নবী নেওয়াজ। সোমবার সকালে উপজেলার পাখীমারা গ্রামে অভিযান চালিয়ে তাকে ওই গাঁজাসহ আটক করে।
এই ঘটনায় উপজেলার নড়াগাতি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতকে মামলায় গ্রেফতার করা হয়েছে। লেকবার উপজেলার পহরডাঙ্গা ইউপির পাখিমারা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে।
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের সহকারি পরিচলিক মো. নবী নেওয়াজের নেতৃত্বে মাদক ব্যবসায়ী মো, লেকবার সরদারের বসত ঘর থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করে এবং লেকবারকে আটক করে।
এরপর সোমবার দুপুরে সহকারি পরিচালক মো. নবী নেওয়াজ বাদি হয়ে লেকবারকে আসামী করে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। নড়াগাতী থানার ওসি (তদন্ত) মো. রোহান উদ্দিন বলেন, আটককৃত লেকবারকে মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।