সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

কারিতাসের উদ্যোগে শিশু অধিকার দিবস উদযাপন

কারিতাসের উদ্যোগে শিশু অধিকার দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধিঃ এনজিও কারিতাসের লাইট প্রকল্পের উদ্যোগে শিশু অধিকার দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। আজ সোমবার (৬ অক্টোবর) দিবসটি উপলক্ষে ফার্মগেট অফিসের উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশণের ২৪ ও ২৬নং ওয়ার্ডের ৩টি স্থানে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করা হয়।

দিনব্যাপি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশণের রেলওয়ে কলোনী বস্তি, তেজকুনি পাড়া, ফার্মগেট, দক্ষিণ বেগুনবাড়ী বস্তি ও ফরিদ উদ্দিন প্রি-ক্যাটেড স্কুল, কুনিপাড়া এলাকায় এ আয়োজন করা হয়।

কারিতাস ঢাকা অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা মি. অসীম ক্রুশ শিশু অধিকারের গুরুত্ব তুলে আলোচনা সভায় বলেন, আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন উদযাপন করছি, শিশু অধিকার দিবস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় শিশুদের অধিকারের কথা। জাতীসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী ৫৪টি শিশু অধিকার রয়েছে। এর মধ্যে শিশুদের মৌলিক অধিকার গুলো অন্তর্ভূক্ত। কিন্তু দু:খজনক যে আমাদের দেশের অনেক শিশুরা এসব অধিকার থেকে বঞ্চিত।

আমি অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, শিশুদের সঠিক যত্ন, ভালবাসা, শিক্ষা এবং বিনোদনের ব্যবস্থা করে দিতে পারলেই শিশু সুন্দর ভবিষৎ গড়তে সক্ষম হবে। তাই আসুন আজ থেকে আমরা সকলে শিশুদের অধিকার গুলো নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রতি যত্নবান।

কারিতাসের উদ্যোগে শিশু অধিকার দিবস উদযাপন

অন্যান্য বক্তারা বলেন, আজকের শিশু আগামীর ভবিষৎ। শিশুর জন্য সুন্দর ভবিষৎ তখনই নিশ্চিত হবে যখন শিশুর অধিকার গুলো সুরক্ষিত থাকবে। শিশুদের শারীরিক, মানসিক ও বিনোদনের বিকল্প নেই। তাই শিশুদের অভিভাকদের শিশুদের বেড়ে ওঠার জন্য সুস্থ পরিকল্পনা করতে হবে। শিশুরা যেন সাহস ও স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারে তার জন্য আমাদের সকলের দায়িত্ব হবে শিশুদের অধিকার গুলো নিশ্চিত করা।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি লিডার মো. ফরিদ উদ্দিন, কমিউনিটি লিডার তাসলিমা বেগম, শিশু শ্রম প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সদস্য জাহানারা বেগম, সদস্য মো. দুলাল ভান্ডারী, সদস্য নূরজাহান বেগম, প্রধান শিক্ষক মো. ফজরুল রহমান, ব্রাক এনজিও’র স্বাস্থ্য কর্মী সুমা ইসলাম, কারিতাস ঢাকা অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা (ইসিডি) মি. অসীম ক্রুশ, কারিতাস লাইট প্রকল্পের মাঠ কর্মকর্তা রিচার্ড ডি সিলভা, কমিউনিটি ফ্যাসিলিটেটর রিয়া খ্রিষ্টিনা ছেড়াঁও, জাহানারা আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com