মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

কামরাঙ্গীরচরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত শ্রমিকের মৃত্যু

মিটফোর্ড হাসপাতালের বিছানায় শ্রমিক পারভেজ খানের মৃতদেহ পড়ে আছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি:: রাজধানীর কামরাঙ্গীরচরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত শ্রমিক মো. পারভেজ (৩৮) মারা গেছেন। সহকর্মীকে বাঁচাতে গিয়ে তিনি হামলার শিকার হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক।

নিহত পারভেজ বরিশালের বন্দর থানার কাউয়ারচর গ্রামের মৃত কাঞ্চন খানের ছেলে। তিনি কামরাঙ্গীরচরের হুজুরপাড়া এলাকার আরাফাত ট্রেডিং নামে একটি সিমেন্ট ডিলার প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন। আহত শ্রমিকের নাম সজল হোসেন (২৫)।

সোমবার (৬ অক্টোবর) নিহতের স্ত্রী স্বপ্না আক্তার (৩৩) বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

এজাহারভুক্ত আসামিরা হলেন- কিশোর গ্যাং লিডার সাকিব (১৯), তাঁর সহযোগী আরমান হোসেন (২০), তৌফিক হাসান (২০) ও জুবায়ের হোসেন (১৯)।

প্রত্যক্ষদর্শী শ্রমিক সোলায়মান হোসেন জানান, গত রোববার বিকেলে হুজুরপাড়া ঘাটে ভেড়ানো জাহাজ থেকে সিমেন্ট আনলোডের কাজ করছিলেন পারভেজ ও সজলসহ আরও কয়েকজন শ্রমিক। কাজ শেষে সজল টুপির ধুলো ঝাড়তে গেলে পাশ দিয়ে যাওয়া কিশোর গ্যাং লিডার সাকিব ক্ষিপ্ত হয়ে তাঁকে গালাগাল করেন। একপর্যায়ে সজলকে থাপ্পড় মারেন। পরে তিনি আরও কয়েকজন সহযোগীকে নিয়ে এসে সজলকে মারধর শুরু করেন। তখন পারভেজ ভাই সজলকে বাঁচাতে এগিয়ে গেলে ওরা ছুরি বের করে তাঁর পেটে আঘাত করে। এরপর সজলের পায়ে ছুরিকাঘাত করা হয়। তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাত দেড়টার দিকে পারভেজ মারা যান। সজল এখনও চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের স্ত্রী স্বপ্না আক্তার বলেন, স্বামী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে আমরা কামরাঙ্গীরচর হুজুরপাড়া এলাকায় ওসমান মিয়ার বাড়িতে থাকি। স্বামী শ্রমিকের কাজ করতো। তার আয় দিয়া কুনু রকম সংসারডা চলতো। গতকাল তার সঙ্গে কাজ করা একজনরে বাঁচাতে গিয়া স্বামীর প্রাণ গেল। এহন আমি এতিম চাইর বাচ্চা লইয়া কই যামু, কেমনে ওগো মানুষ করুম। আমি খুনিগো ফাঁসি চাই।

স্থানীয় বাসিন্দারা জানান, কামরাঙ্গীরচর এলাকায় কয়েকটি কিশোর গ্যাং রয়েছে। সাকিবের নেতৃত্বে কামরাঙ্গীরচর, খোলামোড়া, আশরাফাবাদ ও ঠোঁটা মাঠ এলাকায় একাধিক কিশোর গ্যাং সক্রিয়। তারা ছিনতাই ও মাদক বেচাকেনা সঙ্গে জড়িত।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারভেজ হত্যাকাণ্ডে কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িত। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com