বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

করোনাভাইরাস প্রতিরোধে নড়াইলে সাংবাদিকদের মাস্ক, গ্লাভস ও সাবান বিতরণ

নড়াইল প্রতিনিধি::

করোনাভাইরাস প্রতিরোধে নড়াইলের লোহাগড়া রিপোর্টার্স ইউনিটি’র সাংবাদিকদের উদ্যোগে মাস্ক, গ্লাভস ও সাবান বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলা সদরের লক্ষ্মীপাশা চৌরাস্তায় পথচারী, ভ্যান ও ইজিবাইকচালকসহ বিভিন্ন পেশার ১০০ জনের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। এছাড়া ৩০ জন সাংবাদিকের মাঝেও এসব উপকরণ দেয়া হয়।

এ কার্যক্রমের উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র। এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া রিপোর্টার্স ইউনিটি’র উপদেষ্টা খারুজ্জামান প্রিন্স, লিয়াকত হোসেন বিশ্বাস, ইউনিটি’র সাধারণ সম্পাদক এস এম আলমগীর কবির ও ইউনিটি’র সদস্যসহ বিভিন্ন পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com