বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান তিনি।
ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সবার নেতা তারেক রহমান। কয়েক সপ্তাহের মধ্যে এসে গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি সেটির নেতৃত্ব দেবেন। এক-এগারোর পরে সরকারের রোষানলে পড়ে ২০০৮ সাল থেকে তারেক রহমান তার পরিবারকে নিয়ে নির্বাসিত অবস্থায় লন্ডনে আছেন।
তিনি বলেন, স্বৈরাচারের দোসর কারা ছিল? ১৯৮৬ সালে দেখেছেন, এখনো দেখছেন। কাজেই সংবাদকর্মীদের সজাগ থাকতে বলব। দেশের মানুষ দেখছে সত্যিকার অর্থে স্বৈরাচারের সঙ্গে কাদের সম্পৃক্ততা রয়েছে। কাজেই এ ব্যাপারে আমাদের আর স্পষ্ট করে বলার দরকার নাই। বিএনপি জনগণের অধিকার আদায়ের ব্যাপারে সোচ্চার ছিল, থাকবে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকারী রাজনৈতিক দলের নেতাদের ওপরে আওয়ামী লীগের হেনস্তার ঘটনার সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই দলের (আওয়ামী লীগ) ইতিহাস, এই দলের নেতাদের ইতিহাস কোনো দিনই জনগণের পক্ষে ছিল না। উনারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে, উনারা জনগণের ওপরে চেপে বসার রাজনীতিতে বিশ্বাস করে। তারা দেশটাকে পৈত্রিক সম্পত্তি মনে করেন। যেমনি ইচ্ছা, অমনি চালাবে। উনাদের পূর্ব পুরুষরা অন্যায় করেছে, উনারাও করছেন। তবে একটি জিনিস মনে রাখতে হবে, শেষ বিচারে জনগণ জানে তাদেরকে কিভাবে প্রতিহত করতে হয়, প্রত্যাখ্যান করতে হয়।’
বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ১০ গুন এমন এক প্রশ্নের জবাবে অধ্যাপক জাহিদ হোসেন বলেন, বিএনপির নেতাকর্মীরা সারাদেশের প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের আহ্বানে ভোটারদের কাছে, জনগণের কাছে ৩১ দফার কর্মসূচি নিয়ে যাচ্ছে। সেই কাজে তারা ব্যস্ত আছে এবং কর্মচঞ্চল সেটা চলছে। ১৮ মাস আগে থেকে আমাদের নির্বাচনকে সামনে রেখে এই কাজ শুরু হয়েছে। আপনারা যেটাকে নির্বাচনী প্রক্রিয়া বলেন অর্থাৎ মনোনয়ন আলহামদুলিল্লাহ। বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা যা সিট আছে তার চেয়ে ১০ গুন বেশি।
তিনি আরও বলেন, কাজেই কে প্রার্থী হবেন কে হবেন না সেটির জন্য আমাদের স্থানীয় নেতারা, জেলার নেতারা, আমাদের দলের পক্ষ থেকে জরিপ এবং সর্বোপরি জনগণের ভালোবাসায় যে সমস্ত মানুষগুলো নিজ নিজ এলাকা জনপ্রিয় তাদেরকেই বিএনপি মনোনয়ন দেবে। খুব সহসায় মনোনয়ন দেওয়ার ব্যাপারে বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু ইদানীংকালে সোশ্যাল মিডিয়া ও কিছু পত্র-পত্রিকায় যে সমস্ত স্পেকেলুটেড নিউজ হয়েছে তার ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দল এখনো কাউকে মনোনয়ন দেয়নি। যখন সময় আসবে তখন জানানো হবে।
বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডি-ফ্যাব) উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখান থেকে ডি-ফ্যাবের আহ্বায়ক আসাদুল্লাহ মিয়া ও সদস্য সচিব নাজমুল হুদা, উপদেষ্টা আতিকুর রহমান রুমনের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে অধ্যাপক জাহিদ বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। জিয়াউর রহমানের কবর থেকে বিজয় সরণীয় সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি।