বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ছয় জন।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার উত্তর হারবাং আজিজনগর দরগাহগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাসিরাবাদ এলাকার জামাল মিয়ার ছেলে টিপু সোলতান (২২) এবং যশোরের শার্শা উপজেলার সুবর্ণখালী এলাকার আবুল হাসানের ছেলে তালহা জোবায়ের সাজিদ (২১)।
চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি খোকন কান্তি রুদ্র জানান, সকালে কক্সবাজারের দিকে যাচ্ছিল সিমেন্টবোঝাই ট্রাক ও যাত্রীবাহী একটি বাস। গাড়ি দুটি উত্তর হারবাং এলাকায় পৌঁছালে ট্রাকটি হঠাৎ শ্লো হয়ে পড়লে পেছন দিক থেকে ধাক্কা দেয় দ্রুতগামী বাসটি। এতে বাসে থাকা দুই জন নিহত ও ছয় জন গুরুতর আহত হয়।
ওসি খোকন কান্তি রুদ্র বলেন, ‘গুরুতর আহতদের প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে গাড়ি দুটি।’