শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

ওসমান হাদির হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

অনলাইন ডেস্ক:: আগামী ৭ জানুয়ারি দাখিল করা হবে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট। চার্জশিট জমা দেওয়ার পর অন্তর্বর্তী সরকারের কার্যকালেই এ মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ব্যক্তি ও নেপথ্যের কুশীলবদের শনাক্ত করতে সরকার নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। মামলার চার্জশিট যাতে যথাযথ ও ত্রুটিমুক্ত হয়, সে লক্ষ্যে তদন্ত কার্যক্রম সতর্কতার সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে কোনো ধরনের দুর্বলতা থেকে না যায়।

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে এই তদন্ত পরিচালনা করছি। তাই এমন কোনো তথ্য প্রকাশ করা যাবে না, যা প্রতিপক্ষকে সুবিধা দেওয়ার সুযোগ সৃষ্টি করতে পারে।’

হত্যাকাণ্ডে সংশ্লিষ্টরা যদি দেশের বাইরে অবস্থান করে থাকেন, তাদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, এ বিষয়ে ভারতকে স্পষ্টভাবে অবহিত করা হয়েছে এবং সেখানে অভিযুক্তদের অবস্থান শনাক্ত হলে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।

তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ডিবি পুলিশ শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com