শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: সৌদি আরবে ওমরাহ পালন লাখ লাখ মুসলমানের কাছে এক আজীবনের স্বপ্ন। তবে ভিসা আবেদন, হোটেল বুকিং ও পরিবহণ ব্যবস্থাপনায় জটিলতা ও অনিয়মের কারণে অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়। এবার এসব সমস্যা দূর করতে ও প্রক্রিয়াকে স্বচ্ছ করতে সৌদি আরব ওমরাহ পালনের নিয়মকানুনে বড় পরিবর্তন এনেছে। খবর খালিজ টাইমস’র।
নতুন নিয়মে ভিসা, আবাসন, পরিবহণ ও বুকিং প্রক্রিয়ার প্রতিটি ধাপ সরকারি প্ল্যাটফর্ম নুসুক ও মাসার-এর সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ফলে অনুমোদিত পরিষেবা ছাড়া অন্য কোনো পথ ব্যবহার করা যাবে না।
নতুন নিয়মে যা থাকছে:
১. ভিসার সঙ্গে আবাসন বাধ্যতামূলক: ওমরাহ ভিসার আবেদন করার সময়ই অনুমোদিত হোটেল বুক করতে হবে অথবা সৌদি আরবে আত্মীয়ের বাসায় থাকার পরিকল্পনা জানাতে হবে।
২. আত্মীয়ের বাসায় থাকলে পরিচয়পত্র জমা: যারা আত্মীয়ের কাছে থাকবেন, তাদের অবশ্যই সংশ্লিষ্ট সৌদি আইডি নম্বর ভিসা আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।
৩. পর্যটন ভিসায় ওমরাহ নয়: পর্যটন ভিসায় গিয়ে ওমরাহ পালন সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিয়ম ভঙ্গ করলে ওমরাযাত্রীদের আটকানো হতে পারে এবং মদিনার রিয়াজুল জান্নাতে প্রবেশাধিকারও নাও মিলতে পারে।
৪. ওমরাহ ভিসা বাধ্যতামূলক: সকল ওমরাযাত্রীকে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ই-ভিসা নিতে হবে অথবা অনুমোদিত এজেন্সির প্যাকেজ বুক করতে হবে।
৫. ভ্রমণপথ পরিবর্তন নয়: ভিসার সময় নির্ধারিত ভ্রমণপথ পরিবর্তন বা স্থগিত করা যাবে না। বাড়তি অবস্থান করলে সর্বনিম্ন ৭৫০ রিয়াল জরিমানা করা হবে।
৬. বিমানবন্দরে যাচাই: সৌদি বিমানবন্দরে নেমে কর্তৃপক্ষ হোটেল ও পরিবহণ বুকিং যাচাই করবে। বুকিং না থাকলে যাত্রী জরিমানা বা আটকের মুখে পড়তে পারেন।
৭. শুধু অনুমোদিত পরিবহণ: ওমরাযাত্রীদের শুধুমাত্র নিবন্ধিত ট্যাক্সি, বাস বা হারামাইন এক্সপ্রেস ট্রেন ব্যবহার করতে হবে।
৮. ট্রেনের সময়সূচি: হারামাইন এক্সপ্রেস রাত ৯টা পর্যন্ত চলবে। এর পর অবতরণকারীদের আগে থেকেই অনুমোদিত বিকল্প পরিবহণ বুক করতে হবে।
৯. পর্যটন ভিসায় শাস্তি: পর্যটন ভিসায় ওমরাহ করতে গিয়ে ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
১০. নিয়ম ভঙ্গ করলে বড় অঙ্কের জরিমানা: যে কোনো নিয়ম ভঙ্গের ক্ষেত্রে ৭৫০ রিয়াল থেকে শুরু করে বড় অঙ্কের জরিমানা করা হবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব নিয়ম কার্যকর হলে ওমরাহ যাত্রা হবে আরও শৃঙ্খলাবদ্ধ, নিরাপদ ও স্বচ্ছ।