সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

এ্যালা হামরা কয়দিন নিশ্চিন্তে খাবার পামো

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে অসহায় পরিবারের মাঝে রমজানের উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে উলিপুর বহুমুখী আলিম মাদরাসা মাঠে ৫০ পরিবারের মাঝে জিসকা ফার্মাসিউটিক্যালস’র সহযোগীতায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।

খাদ্যসামগ্রী হিসাবে প্রতিজনকে চাল ৫ কেজি, আলু ৫ কেজি, ডাল ১কেজি, ছোলা ১কেজি, চিনি ১কেজি, সেমাই ১কেজি ও সয়াবিন তেল ১লিটার করে বিতরণ করা হয়।

রমজানের উপহার পেয়ে আমিনা বেওয়া বলেন, অভাবের সংসারে ছাওয়া-পোয়া নিয়ে অনেক কষ্টে আচনু, খাবারগুলে দিয়া হামার খুব উপকার করলেন বাহে। এ্যালা হামরা কয়দিন নিশ্চিন্তে খাবার পামো।

জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাদ্দাম খান জানান, কুড়িগ্রাম একটি দারিদ্রতম জেলা। এখানকার মানুষ অনেক কষ্ট করে জীবন-যাপন করে। আমরা বন্যা ও শীত সহ নানাভাবে এ জেলার মানুষকে সহযোগিতা করে আসছি। কুড়িগ্রামের অসহায় পরিবারগুলোর জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান, পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. রুহুল আমীন, উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান, সভাপতি মো. মজিবুল আহসান রাজু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com