বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

এসটিসির দখল থেকে কয়েকটি শহর পুনরুদ্ধার করলো সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার

ইয়েমেনের মুকাল্লায় সৌদি-সমর্থিত বাহিনী মোতায়েন। ছবি: এএফপি

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: সৌদি সীমান্তের কাছের প্রদেশগুলো পুনরুদ্ধারে জাতিসংঘ স্বীকৃত ইয়েমেন সরকারের হোমল্যান্ড শিল্ড বাহিনী সাফল্য অর্জন করেছে। এ দাবি করেছেন প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি।

তিনি বলেছেন, সৌদি আরবের সমর্থনে ইয়েমেনি সরকারি বাহিনী সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর কাছ থেকে দক্ষিণ ইয়েমেনের হাদরামাউত ও আল-মাহরা পুনরুদ্ধার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

ইয়েমেনের সরকারি সূত্রের বরাতে আল-জাজিরা জানিয়েছে, ইয়েমেনের সবচেয়ে বড় গভর্নরেট হাদরামাউতের সব জেলা এখন সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে। আবার আল-মাহরা গভর্নরেটের যুব দফতরের মহাপরিচালক মোহাম্মদ ওমর সুয়াইলাম রবিবার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে বলেছেন, এসটিসি বাহিনী সরে যাওয়ার পর হোমল্যান্ড শিল্ড বাহিনী প্রদেশটির ৯টি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে।

এসটিসির এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, শুক্রবার থেকে সৌদি-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৮০ জন এসটিসি যোদ্ধা নিহত হয়েছেন। তিনি আরও বলেছেন, অন্তত ১৫২ জন আহত এবং ১৩০ জনকে আটক করা হয়েছে।

এসটিসির এক সামরিক কর্মকর্তা এএফপিকে বলেছেন, সৌদি যুদ্ধবিমান মুকাল্লার পশ্চিমে বারশিদ এলাকায় তাদের একটি শিবিরে তীব্র বিমান হামলা চালিয়েছে। তবে সৌদি আরবের মধ্যস্থতায় সংলাপের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।

সম্প্রতি ইয়েমেনে নজিরবিহীন উত্তেজনা দেখা দেয়। ডিসেম্বরের শুরুতে এসটিসি হাদরামাউত ও আল-মাহরা দখল করেছিল। এই দুই প্রদেশ মিলিয়ে ইয়েমেনের প্রায় অর্ধেক ভূখণ্ড এবং সৌদি আরবের সঙ্গে সীমান্ত রয়েছে। বৃহস্পতিবার বন্ধ থাকার পর এডেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছু ফ্লাইট পুনরায় চালু হয়েছে। তবে বিমানবন্দর বন্ধের দায় নিয়ে সরকার ও এসটিসি একে অপরকে দোষারোপ করছে।

ইয়েমেনের যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, ভারত মহাসাগরে অবস্থিত ইয়েমেনের সোকোত্রা দ্বীপে যাওয়া আসার ফ্লাইট বন্ধ বা অন্যত্র সরিয়ে নেওয়ার খবর তারা পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com