মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

উলিপুরে ৭টি প্যাকেজের উন্নয়নমূলক কাজের উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে ৭টি প্যাকেজের উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএ মতিন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার হাতিয়া ইউনিয়নে অনন্তপুর ঘাটে পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে এসব কাজের উদ্বোধন করা হয়।

প্রভাষক মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাউবো রংপুর উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা, হাতিয়া ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া, সাবেক হাতিয়া ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষক বিএম আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা পার্থ সারথি সরকার, সাংবাদিক তৈয়বুর রহমানসহ প্রমূখ।

উল্লেখ্য, ৭টি প্যাকেজের উন্নয়নমূলক কাজের মধ্যে “কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙনরোধ (১ম সংশোধিত)” ও “৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পূনখনন প্রকল্প (১ম পর্যায়) (২য় সংশোধিত)” উল্লেখযোগ্য কাজ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com