বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

উলিপুরে ৫০০পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে দূর্গম চরাঞ্চলে ৫০০পিস ইয়াবাসহ মোঃ ছমের আলী (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা গ্রামের জামাল উদ্দিনের পুত্র।

জানা গেছে, সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা গ্রামে অভিযান চালিয়ে ৫’শ পিস ইয়াবাসহ ছমের আলীকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. রুহল আমীন জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করার আহবান জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com