বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

উলিপুরে ৪ দিনব্যাপি কৃষি মেলা শুরু

উলিপুরে ৪ দিনব্যাপি কৃষি মেলা শুরু

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: ‎কুড়িগ্রামের উলিপুরে ৪ দিনব্যাপি কৃষি মেলা শুরু করা হয়েছে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অদিধপ্তর এ মেলার আয়োজন করেছেন।

‎বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি কুড়িগ্রামের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ্ আল মামুন।

‎এ সময় উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আফরোজা পারভীনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি কুড়িগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আসাদুজ্জান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রেবা বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সামছুন্নাহার সাথী, উপজেলা কৃষক দলের সদস্য সচিব প্রভাষক আব্দুর রহমার রাজু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাকিব হাসান প্রমুখ।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন। ৪ দিনব্যাপী এ মেলা চলবে ২৯ জুন পর্যন্ত। মেলায় ১৫টি স্টলে কন্দাল জাতীয় বিভিন্ন ফসলের প্রদর্শন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com