বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

উলিপুরে ২’শ বন্যার্ত পরিবারের মাঝে টাকা বিতরণ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:: ‘মানুষ মানুষের জন্য’ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর পক্ষ হতে ২’শ বন্যার্ত পরিবারের মাঝে দেড় হাজার করে টাকা বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে বজরা ইউনিয়ন পরিষদে উপজেলা প্রশাসনের সহযোগিতায়, ব্রিতে কর্মরত ও সাবেক বিজ্ঞান, শ্রমিক এবং ব্রি প্রগতি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় শিক্ষকবৃন্দের অর্থায়নে অনুষ্ঠিত ত্রাণ বিতরণের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউএনও বিপুল কুমার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর। ব্রি আঞ্চলিক কার্যালয় রংপুরের প্রধান ড. মোঃ রকিবুল হাসান, বজরা ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা প্রমূখ।

মাসুদ রানার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর সিনিয়র সাইন্টিফিক অফিসার রিপন কুমার রায়, সাইন্টিফিক অফিসার তপন কুমার রায়, তানজিলা ইসলাম, আশিকুর রহমান, মওদুদ আহমেদ, ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণীর মানুষজন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com