বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

উলিপুরে ১০ বছর পর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি রানা, সাঃ সম্পাদক মন্টু

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে ১০ বছর পর শান্তিপূর্ণভাবে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) দুপুরে ঐতিহ্যবাহী উলিপুর এমএস স্কুল এন্ড কলেজ মাঠে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতির মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কবীর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব জাফর আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, এ্যাড. সফুরা বেগম রুমি, প্রাথমিক ও গণমিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু।

কেন্দ্রীয় ও জেলা নেত্রীবৃন্দ জামাত- বিএনপির সমালোচনা করে দলের সর্ব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি একাত্বতা ও ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান। অনুষ্ঠানের ২য় পর্যায়ে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদ প্রত্যাশীদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত সংগ্রহ করেন।
পরে রাত ১০ টায় জেলা সার্কিট হাউজে সবার রাজনৈতিক জীবন বৃত্তান্ত পর্যালোচনা ও সাক্ষাৎকার গ্রহণ করে সকলের পদবী ঘোষনা করেন।
এতে সভাপতি নির্বাচিত হন অধ্যক্ষ আহসান হাবীব রানা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।

সহ-সভাপতি আজিজুল ইসলাম মুকুল, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মজিবর রহমান, যুগ্ম-সম্পাদক স ম আল মামুন সবুজ, মন্জুরুল সরদার বাবু, সাংগঠনিক সম্পাদক সালমান হাসান ডেভিড মারজান, আসাদুজ্জামান খন্দকার, রিয়াজুল ইসলাম সুজা, প্রচার প্রকাশনা সম্পাদক-নির্মল চন্দ্র রায়, দপ্তর সম্পাদক-শাহীনুর আলমগীর, মহিলা বিষয়ক সম্পাদিকা-রিপা সরদার, কৃষি বিষয়ক সম্পাদক-আসাদুল হক, সদস্য আব্দুল মজিদ (হাড়ী), অধ্যাপক এমএ মতিন (এমপি), মতি শিউলি। আগামী ৩ বছরের জন্য উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com