শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে নিজ স্ত্রীকে হত্যার পাঁচ মাস পলাতক থাকার পর ঘাতক স্বামী নুর জামাল (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। নুর জামাল দূর্গাপুর ইউনিয়নের যমুনা মাসানকুড়া গ্রামের আব্দুর সাত্তারের পুত্র।
পুলিশ জানায়, গত ৩১ মে রাতে দূর্গাপুর ইউনিয়নের যমুনা মাসানকুড়া গ্রামে নিজের স্ত্রী মঞ্জিলা বেগমকে হত্যা করে লাশ ঘরের বাইরে রেখে পালিয়ে যায় স্বামী নুর জামাল। এ ঘটনায় উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান মিজান বিভিন্ন তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার বেলনা এলাকা থেকে গত ১৭ নভেম্বর রাতে ঘাতক স্বামী নুর জামালকে গ্রেফতার করেন।
শনিবার(১৮ নভেম্বর) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন- আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।