মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে মাদক সেবনের সময় এক শিক্ষকসহ ৩ জনের ভিন্ন মেয়াদে অর্থদন্ড ও বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে উলিপুর পৌর শহরের পূর্ব বাজারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুপান্থ’ অফিসে অভিযান চালিয়ে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রাজবল্লভ জুম্মাহাট গ্রামের আজিজুল হকের পুত্র ও বজরা ইউনিয়নের ১নং খামার দামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল মামুনুর রশিদ (৩৮), পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের মৃত জহুরুল হকের পুত্র আব্দুল খালেক (৩২) ও পুর্ব বাজার এলাকার আক্কাস আলীর পুত্র হাফিজার রহমান (৩০) কে ২ পিচ ইয়াবা, গাঁজার পুরিয়া এবং সেবনের সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী মাহমুদুর রহমান, ঘটনা স্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ এর ১(গ) ধারা লঙ্ঘনের দায়ে মামুনুর রশিদ’র ২ হাজার টাকা অর্থদন্ড ও ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, আব্দুল খালেক’র ১ হাজার টাকা অর্থদন্ড ও ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং হাফিজার রহমানের ২ হাজার টাকা অর্থদন্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।