শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গা পূজায় নিরাপত্তা নিশ্চিতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) সকালে উলিপুর থানার আয়োজনে এমএস স্কুল এন্ড কলেজ মাঠে ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।
অনুষ্ঠানে এসআই আতিকুজ্জামান আতিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) কাজী মাহমুদুর রহমান, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা, পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম, এমএস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার প্রমুখ।
ব্রিফিং প্যারেডে উপস্থিত পুলিশ সদস্য, গ্রাম পুলিশ সদস্য ও আনসার সদস্যগণের উদ্দেশ্যে শারদীয় দুর্গা পূজা নিরাপত্তার সাথে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়।