সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

উলিপুরে মিনি লাইব্রেরীর উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি:: ‘সবাই মিলে বই পড়ি আলোকিত সমাজ গড়ি’ এ স্লোগানকে ধারণ করে উলিপুরে মিনি লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় উলিপুর ডট কম’র উদ্যোগে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই বাজারের নাগর চন্দ্র শীলের সেলুনে এ লাইব্রেরীর উদ্বোধন করা হয়।‍‌

এ সময় উলিপুর ডট কম’র উপদেষ্টা লেখক ও প্রভাষক আবু হেনা মুস্তফা, নির্বাহী সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, এডমিন ম্যানেজার অমিত চন্দ্র পাল, প্রতিবেদক আব্দুল মালেক, মিনি লাইব্রেরি সহ সমন্বয়ক জামিউল ইসলাম, জামিউল ইসলাম জুহান, সদস্য মীর মোশারফ, সেলুন মালিক নাগর চন্দ্র শীল সহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।

বর্তমান সময়ে সকল মানুষকে বই পড়ার প্রতি আগ্রহ তৈরী করতে মিনি লাইব্রেরী এই কার্যক্রম পরিচালনা করে আসছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ৩৬টি মিনি লাইব্রেরী স্থাপন করা হয়েছে।

মিনি লাইব্রেরীর সহ সমন্বয়ক জামিউল ইসলাম জানান, পাঠকেরা একই বই পড়ে যেন বিরক্ত বোধ না করে তাই আমরা প্রতি ২মাস পরপর প্রতিটি লাইব্রেরীর বই পরিবর্তন করে নতুন বই রেখে আসি।

সেলুনের মালিক নাগর চন্দ্র শীল জানান, আমি মাত্র ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করেছি, যেহেতু আমি তেমন লেখাপড়া করার সুযোগ পাইনি তাই আমার এখানে এই মিনি লাইব্রেরী হওয়াতে অনেক মানুষ বসে বসে বই পড়ার সুযোগ পাবে। এতে আমি অনেক খুশি।

উলিপুর ডট কমের উপদেষ্টা লেখক ও প্রভাষক আবু হেনা মুস্তফা এবং নির্বাহী সম্পাদক মাহফুজার রহমান খন্দকার বলেন- শহরে বা গ্রামাঞ্চলে অনেকই আছেন যাদের বই পড়ার ইচ্ছা থাকলেও আসে পাশে লাইব্রেরী না থাকায় বা সহজে বই না পাওয়ায়, বই পড়ার সুযোগ হয়ে ওঠে না। কিন্তু এই মিনি লাইব্রেরীর মাধ্যমে এখন অনেক মানুষ সেই সুযোগ পাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com