শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎপৃষ্টে রনজিত চন্দ্র (৫০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে ধরনিবাড়ী ইউনিয়নের মধুপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানায়, রনজিত চন্দ্র উপজেলার ধরনিবাড়ি ইউনিয়নের মধুপুর এলাকার ভবানি কান্তের ছেলে। শুক্রবার দুপুরে নিজ পুকুরে সেচ পাম্প দিয়ে পানি দেয়ার উদ্দ্যেশে বৈদ্যুতিক তারের সংযোগ দিতে গেলে তার পুকুরের পানিতে পড়ে যায়। পরে অসাবধানতা বসত পুকুরে নামলে বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত হন। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত রনজিত চন্দ্র তিন সন্তানের জনক বলে জানা গেছে।
ধরনিবাড়ি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য সামাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মরিয়ম বিনতে হাসান বলেন, বিদ্যুৎপৃষ্ট ওই যুবককে হাতপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়।