বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে মিনা বেগম (৬০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধু পৌরসভার দাড়ারপাড় গ্রামের আবুল হোসেনের স্ত্রী। সংসার জীবনে তার দুই পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দাড়ারপাড় গ্রামে নিজ বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায় মিনা বেগম। এসময় মৃগী রোগ উঠে মৃত্যু হয় তার। দেবর আব্দুল আউয়াল ওই পুকুরে গোসল করতে গিয়ে একটি ওড়না ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা ছুটে এসে মিনা বেগমের মরদেহ উদ্ধার করে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।