বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে দুই আ’লীগ নেতা গ্রেপ্তার

উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে দুই আ'লীগ নেতা গ্রেপ্তার

মো: জাহিদ, ‎কুড়িগ্রাম প্রতিনিধি:: ‎কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম (৪৭) পৌরসভার ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও নিজাই খামার গ্রামের ফজলার রহমানের ছেলে এবং খলিলুর রহমান(৪০) কুড়িগ্রাম জেলা শ্রমিকলীগের সদস্য ও পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম চন্ডিজন গ্রামের শমসের আলীর ছেলে।

‎পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থেতরাই বাজার থেকে আ’লীগ নেতা শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম চন্ডিজন গ্রামের নিজ বাড়ি থেকে শ্রমিকলীগ নেতা খলিলুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।

‎এ বিষয়ে রোববার (৬ জুলাই) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com