শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

উলিপুরে নকল সিগারেট তৈরি, আটক ৪

উলিপুরে নকল সিগারেট তৈরি, আটক ৪

মো: জাহিদ, ‎কুড়িগ্রাম প্রতিনিধি:: ‎কুড়িগ্রামের উলিপুরে একটি নকল সিগারেট উৎপাদনকারী কারখানার সন্ধান পাওয়া গে‌ছে। খবর পে‌য়ে ঘটনাস্থল থেকে পু‌লিশ চার জন‌কে আটক ক‌রেছে। ঘটনা‌টি জানাজা‌নি হ‌লে এলাকায় চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হয়।

‎জানা গেছে, সোমবার (২১ জুলাই) বি‌কে‌লে উপ‌জেলার গুনাইগাছ ইউনিয়‌নের পূর্ব কালুডাঙ্গা গ্রা‌মের জ‌নৈক আব্দুল ম‌জি‌দের বা‌ড়ি‌তে এ কারখানার সন্ধান পায় স্থানীয়রা। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই অবৈধ কারখানায় তৈরি হচ্ছিল জনপ্রিয় ব্র্যান্ডের নকল ‘স্টার’ সিগারেট। সেগু‌লো উলিপুরসহ আশপা‌শের ক‌য়েক‌টি এলাকায় বাজারজাত করা হয়। প‌রে খবর পে‌য়ে পু‌লিশ সিগা‌রেট তৈ‌রিকারক চারজনকে আটক ক‌রে। এ সময় বিপুল প‌রিমাণ সিগা‌রে‌টের মোড়ক, ব্যবহৃত কাগজ, স্টিকারসহ সিগা‌রেট তৈ‌রির বিভিন্ন দ্রবা‌দি জব্দ করা হয়।

‎আটককৃতরা হ‌লেন, আবুল খা‌য়ের (৩৫), হারুন মিয়া (২৯), শামসুল হক (৪৫), ন‌জিয়ার রহমান (৬০)। তা‌দের সবার বা‌ড়ি নীলফামারীর জলঢাকা থানার মিরগঞ্জ পাঠান পাড়া গ্রা‌মে।

‎স্থানীয় বা‌সিন্দারা জানান, ওই বা‌ড়ি‌তে তেমন কেউ থা‌কে না। সারাক্ষণ বা‌ড়ির গেট বন্ধ থা‌কে। ত‌বে বেশ কিছুদিন ধরে বা‌ড়িতে দু’একজন ব‌হিরাগত লোক যাতায়াত কর‌তো। বিষয়‌টি স‌ন্দেহ হ‌ওয়ায় এলাকাবাসি তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়।

‎এবিষয়ে উলিপুর থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) নাজমুস সা‌কিব স‌জিব ঘটনার সত‌্যতা নিশ্চিত ক‌রে ব‌লেন, মালামালসহ চারজনকে আটক ক‌রে থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। তদন্ত ক‌রে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com