রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

উলিপুরে তিস্তা নদীর স্রোতে ডুবে দিনমজুরের মৃত্য

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে ডুবে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মহুবর রহমান (৫৮)।

মঙ্গলবার (২ আগষ্ট) সকাল সাতটার দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের লাল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটনা।

এলাকাবাসী ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, দক্ষিণ দলদলিয়া লাল মসজিদ এলাকার নবুর উদ্দিনের পুত্র মহুবর রহমান পেশায় একজন দিনমজুর। মঙ্গলবার সকালে পাট ধোয়ার কাজের জন্য বেরিয়ে পড়েন তিনি। এসময় তিস্তা নদী পাড়ি দিতে গিয়ে স্রো‌তের কবলে পড়ে ডুবে যান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসলে, গ্রাম্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শি চাঁদ পারভেজ বলেন, সকালে মহুবর পাট ধোয়ার কাজে চরে যাওয়ার জন্য নদী পাড়ি দিতে গিয়ে স্রো‌তের কবলে ডুবে যায়। পরে আমরা সবাই তাকে উদ্ধার করে নিয়ে আসি।

উ‌লিপুর থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) ইম‌তিয়াজ ক‌বির বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com