বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: “বাংলার মেহনতি মানুষ এক হও, দুনিয়ার মজদুর এক হও” এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বুধবার সকালে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জাতীয় শ্রমিক লীগ উলিপুর উপজেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন মতির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য মতি শিউলী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এস এম রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম ফারুক, প্রচার সম্পাদক ইউনুস আলী প্রমুখ।