বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

উলিপুরে গৃহবধুর আত্মহত্যা!

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে স্বপ্না (২৪) নামের এক গৃহবধুর আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১০) অক্টোবর বিকেলে দলদলিয়া ইউনিয়নের কর্পুরা বসুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধু ওই গ্রামের নুর আলমের স্ত্রী।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, স্বপ্নার বিয়ের মাত্র দেড় বছর। এরই মধ্যে মাঝে মাঝে তাদের সংসারে ঝগড়া, কলহ লক্ষ্য করা যায়। এ কারনেও আত্মহত্যার ঘটনা ঘটতে পারে এলাকাবাসীর সন্দেহ।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্বপ্নার ঘনিষ্ঠ এক আত্মীয় জানান, সন্তান জন্ম দেবার জন্য স্বপ্না বাবা বাড়িতে আসছিলো, এখানে ৪১ দিন থাকার পর স্বামীর বাড়িতে চলে যায়। সেখানে যেতে না যেতেই ৪৫ দিনের শিশুকে রেখে একজন মা সুইসাইড করত পারে না।

মামলার বিষয়ে জানতে চাইলে জানান, পোষ্ট মর্ডেম রিপোর্টের পর মামলায় যাব।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্টের উপর মামলা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com