বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে গঁলায় ওড়না পেঁচিয়ে ময়না বেগম (৪০) নামে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন। উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বিজয়রাম তবকপুর খেওয়ার ঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, শনিবার (১ অক্টোবর) ভোর ৪টায় ছক্কু মিয়া ঘুম থেকে ওঠে তার স্ত্রী ময়না বেগমকে দেখতে না পেয়ে খোঁজখবর করতে থাকে। এক পর্যায়ে গোয়াল ঘরের ধরনার সাথে ঝুলন্ত অবস্থায় তার স্ত্রীর মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ময়না বেগম মাননিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবী করেছেন পরিবার ও স্থানীয়রা।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না বেগম মাননিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।