রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

উলিপুরে অসহায় মানুষের মাঝে ত্রাণ ও সেলাই মেশিন বিতরণ করলেন পুলিশ সুপার

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে অসহায় মানুষের মাঝে ত্রাণ ও সেলাই মেশিন বিতরণ করেছেন পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতিপ্রাপ্ত) সৈয়দা জান্নাত আরা।

শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উলিপুর থানা চত্বরে পুলিশ সুপারের উদ্যোগে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহায়তায় রবিদাস সম্প্রদায়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে প্রতিজনকে চাল ৫কেজি, চিড়া ২কেজি, ডাল ২কেজি, আটা ২কেজি, তেল ২লিটার, লবন ১কেজি করে বিতরণ করা হয়। এ সময় পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তার উপহার হিসেবে ৫জন অসহায় নারীকে সেলাই মেশিন দেওয়া হয়।

বিতরণ অনুৃষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির, এসআই মশিউর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com