মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত এই সংখ্যক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এর আগে সোমবার দুপুরে বিমানবাহিনীর ‘এফ-৭ বিজিআই’ নামের প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয়। ঘটনার পর আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ আপডেট অনুযায়ী হাসপাতালে আহত ও নিহতের সংখ্যা নিচে দেওয়া হলো:

কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত ০, বার্ন ইনস্টিটিউট: আহত ৪৬, নিহত ১০, ঢাকা মেডিকেল: আহত ৩, নিহত ১, সিএমএইচ ঢাকা: আহত ২৮, নিহত ১৬, লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা: আহত ১৩, নিহত ২, উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত ০, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ: আহত ১, নিহত ০, ইউনাইটেড হাসপাতাল: আহত ২, নিহত ১, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ৩, নিহত ০। সব মিলিয়ে এখন পর্যন্ত আহত হয়েছেন ১৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের।

সরকারি সূত্রে জানা গেছে, দগ্ধদের চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com