বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: উগান্ডায় একটি প্রধান মহাসড়কে বুধবার ভোরে দু’টি বাসের মুখোমুখী সঙ্ঘর্ষে ৬৩ জন নিহত ও বেশ ক’জন আহত হয়েছে।
দেশটির পুলিশের বরাত দিয়ে বুধবার নাইরোবি থেকে এএফপি এ খবর জানায়।
এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে পুলিশ জানায়, মধ্যরাতের ঠিক পরে কাম্পালা-গুলু মহাসড়কে দু’টি বাস ওভারটেক করার সময় একটি বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ৬৩ জন প্রাণ হারায় এবং আরো বেশ ক’জন আহত হয়। তারা সকলেই দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রী ছিল।
সূত্র : এএফপি