রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নজরমামুদ এলাকা থেকে ১৯৪ পিস ইয়াবাসহ লোকমান হোসেন (২৫) ও মামুন পোদ্দার (২২) নামে দু’জনকে আটক করেছে রংপুর র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল।

আটক লোকমান হোসেন ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের নুর মোহাম্মদের পুত্র। এবং আর মামুন পোদ্দার চন্দ্রখানা গ্রামের আফজাল হোসেনের পুত্র।

জানা গেছে, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে ১৯৪ পিস ইয়াবাসহ লোকমান ও মামুনকে আটক করে র‍্যাব-১৩।

বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, আইনি প্রক্রিয়া সম্পন্নের পর আটক দু’জনকে আদালতের মাধ্যমে জেল- হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com