রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করেছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: গাজায় আটক থাকা জিম্মিদের দুই বছর পর মুক্তি দেওয়া শুরু করেছে হামাস। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, কিছুক্ষণ আগে ৭ জন জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর আলজাজিরার।

জিম্মিদের মধ্যে একজনের বাবা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, পনের মিনিটের মধ্যেই তাদের ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফের কাছে হস্তান্তর করবে এবং এরপর তারা ইসরায়েলে পৌঁছাবে।

যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা থেকে আজ সোমবার ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মি ও ২৮ জনের মরদেহ ফেরত আসার কথা রয়েছে। এর বিনিময়ে ইসরায়েল ১ হাজার ৭২২ জন ফিলিস্তিনি বন্দি ও গাজা থেকে ব্যক্তিকে মুক্তি দেবে।

গাজা থেকে জিম্মিদের মুক্তি তদারকি করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলে পৌঁছাবেন।

ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগের প্রধান ম্যাগেন ডেভিড অ্যাডম জানান, ফিরে আসা জিম্মিদের চিকিৎসা সহায়তা প্রদান করতে তারা প্রস্তুত রয়েছেন। জরুরি চিকিৎসা প্রযুক্তিবিদ ও প্যারামেডিক মোতায়েন করা হয়েছে।

এদিকে, ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসে তাদরে স্বজনরা জড়ো হচ্ছেন, শত শত মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি শিগগির নাসের মেডিকেল কমপ্লেক্সে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com