মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ॥
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। গাজায় ইসরায়েলের নির্বিচার গণহত্যার মধ্যেই পশ্চিমা বিশ্বের এই চার প্রভাবশালী দেশের স্বীকৃতি ফিলিস্তিনিদের জন্য এক বড় কূটনৈতিক বিজয়। তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (২১ সেপ্টেম্বর) এই দেশগুলো আলাদাভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এর মধ্য দিয়ে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে মোট ১৫১টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ধারণা করা হচ্ছে, ফ্রান্সসহ আরও কিছু দেশ খুব শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে।
এদিকে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় এই দেশগুলোর কঠোর নিন্দা করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, “৭ অক্টোবরের ভয়াবহ হত্যাকাণ্ডের পর যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছেন, তারা আসলে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছেন।” টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে নেতানিয়াহু বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। ফিলিস্তিন রাষ্ট্র কখনো হবে না।
নেতানিয়াহু আরও বলেন, “জাতিসংঘে আমি ইসরায়েলের সত্য তুলে ধরব। এটি অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের ন্যায়সঙ্গত সংগ্রামের সত্য। সত্যিকারের শান্তির জন্য আমাদের দৃষ্টিভঙ্গি হলো—শক্তির মাধ্যমে শান্তি।” তিনি জানান, জাতিসংঘে ভাষণ দেওয়ার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন।