মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ক্ষুধার সংকট আরো তীব্র হয়েছে। এর মধ্যেই আন্তর্জাতিক উদ্বেগ সত্ত্বেও ইসরাইলি সেনাবাহিনী গাজায় অব্যাহত হামলা চালিয়ে বহু মানুষ হত্যা করেছে। এছাড়াও ইসরাইলের অবরোধের কারণে একাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে অপুষ্টিজনিত কারণে।
হাসপাতাল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, শনিবার (২৬ জুলাই) গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৪২ জন ত্রাণপ্রত্যাশী ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের অবরোধের ফলে সৃষ্ট ক্ষুধার কারণে হাসপাতালগুলোতে আরো পাঁচজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টিজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা ১২৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৮৫ জনই শিশু।
গাজায় ক্ষুধা সংকট নিয়ে বিশ্বজুড়ে ক্ষোভের মধ্যে ইসরাইল শনিবার রাতে ঘোষণা করেছে, তারা আজ রোববার ‘ত্রাণ সরবরাহ বিতরণের জন্য বেসামরিক কেন্দ্র ও মানবিক করিডোরে’ আক্রমণ স্থগিত রাখবে। তবে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দিষ্ট করে জানায়নি, কোন কোন এলাকায় এই বিরতি কার্যকর হবে।
ইসরাইল বরাবরের মতো আবারো জাতিসঙ্ঘকে ত্রাণ বিতরণে ব্যর্থতার জন্য দায়ী করেছে। তবে জাতিসঙ্ঘ ও অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার ও সাহায্য সংস্থা এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, ইসরাইলই যথাযথ অনুমতি না দেয়ায় তারা নিরাপদে ত্রাণ পৌঁছাতে পারছে না।
সূত্র : আল জাজিরা