রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
বন্দর ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নৌপরিবহনে নতুন দিগন্ত উন্মোচন: নৌপরিবহন উপদেষ্টা শ্রীনগরে পিঠা উৎসব আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের মৃত্যু ফ্যাসিবাদের সময় যারা খুন-গুমের শিকার হয়েছেন তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না: তারেক রহমান কেরানীগঞ্জে মা-মেয়ে খুন: ঋণের কিস্তি নিয়ে বিরোধে হত্যাকাণ্ডের পর ২১ দিন লাশ দুটি ফ্ল্যাটে রেখে বসবাস “মাদক ধরলেই আপনি বাধা দেন” কেরানীগঞ্জে বিএনপি নেতার সঙ্গে ডিবি পুলিশের বাকবিতণ্ডা দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তনের কথা জানাল ইসি মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

 ইসরাইলি হামলায় লেবাননে হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার নিহত

ইসরাইলি হামলার পর ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাবাতাবাই নিহত হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) বৈরুতের দক্ষিণে দাহিয়েহ শহরের একটি ভবনে ওই হামলায় তাবাতাবাইসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, মহান কমান্ডার তাবাতাবাই বৈরুতের দক্ষিণ শহরতলির হারেত হরেক এলাকায় ইসরাইলি আক্রমণে নিহত হয়েছেন। তবে সংগঠনের ভেতরে তার সুনির্দিষ্ট পদ বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

২০২৪ সালের নভেম্বরে দুই দেশের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে তাবাতাবাই হলেন ইসরাইলের হাতে নিহত হিজবুল্লাহর সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামলায় তাবাতাবাইকে ‘নিষ্ক্রিয়’ করেছে। অন্যদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এর আগে বলেছিল, তাবাতাবাই হামলার লক্ষ্যবস্তু ছিলেন। ইসরাইলি গণমাধ্যম বলছে, গত বছরের যুদ্ধের পর থেকে এটি ছিল তাবাতাবাইকে হত্যার তৃতীয় প্রচেষ্টা।

হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ কামাতি এর আগে বলেছিলেন, ইসরাইলের হামলা একটি ‘রেড লাইন’ অতিক্রম করেছে এবং গোষ্ঠীর নেতৃত্ব প্রতিক্রিয়া জানাবে কি না তা বিবেচনা করছে। তিনি বলেন, দক্ষিণ উপশহরে আজকের এই হামলা লেবাননের বিভিন্ন এলাকায় বড় ধরনের উত্তেজনার দ্বার খুলে দিয়েছে।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলি হামলায় আরো ২৮ জন আহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা (এনএনএ) জানায়, হারেত হ্রেইক আল-আরিদ সড়কের ভবনে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে গাড়ি ও আশপাশের ভবনগুলোতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

সূত্র : আল জাজিরা

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com