মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

ইসরাইলি হামলায় গাজায় নিহত আরও ৭২ ফিলিস্তিনি

ইসরাইলি হামলায় গাজায় নিহত আরও ৭২ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে দখলদার ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এমন কিছু মানুষ, যারা খাদ্য সহায়তার জন্য বিভিন্ন বিতরণকেন্দ্রে অপেক্ষা করছিলেন। খবর আল জাজিরা’র।

গাজার মেডিকেল সূত্রগুলো জানায়, রোববার ভোর থেকে শুরু হওয়া বিমান হামলায় কেবল গাজা শহর ও উত্তরের অংশেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪৭ জন। আহত হয়েছেন আরও অনেকে।

আল জাজিরার গাজা শহর প্রতিনিধি মুয়াত আল-কালহুত জানান, জেইতুন, সাবরা এবং আল-জাওইয়া বাজার এলাকায় ইসরাইলি বিমান হামলার পর আহতদের ঢল নামে উত্তর গাজার আল-আহলি হাসপাতালে।

তিনি বলেন, ‘এখানে প্রচুর আহত মানুষ এসেছেন, যাদের মধ্যে রয়েছে বহু শিশু। হাসপাতালে পর্যাপ্ত বেড বা চিকিৎসা সরঞ্জাম না থাকায় অনেকেই মেঝেতে পড়ে আছেন। হাসপাতালটি চরম সংকটে রয়েছে।’

রোববার নিহতদের মধ্যে অন্তত পাঁচজন ছিলেন দক্ষিণাঞ্চলের রাফাহর উত্তরে খাদ্য বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে যাওয়া ফিলিস্তিনি নাগরিক। বিতরণ কেন্দ্রগুলো পরিচালনা করছে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ), যাকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

গাজার সরকারি মিডিয়া অফিসের দাবি, গত মে মাসের শেষদিক থেকে জিএইচএফ আংশিক সহায়তা বিতরণ শুরু করার পর থেকে প্রায়ই এসব কেন্দ্রের আশপাশে অপেক্ষমান ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলি সেনারা। এতে এখন পর্যন্ত ৫৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন চার হাজারেরও বেশি।

এদিকে গাজা উপত্যকায় মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। পুষ্টিহীনতা ও চিকিৎসার অভাবে প্রতিদিনই শিশু ও নবজাতকের মৃত্যু ঘটছে। খাদ্য, পানি ও ওষুধের চরম সংকটে নিপতিত ২০ লাখের বেশি মানুষ এখন বেঁচে থাকার লড়াইয়ে দিন কাটাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com