বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শনিবার (২৭ সেপ্টেম্বর) ইসরাইলি হামলায় কমপক্ষে ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটিতে নিহত হয়েছেন ৪৫ জন। ইসরাইলি বাহিনী তাদের ব্যাপকভাবে সমালোচিত স্থল আক্রমণ আরো তীব্র করেছে।
ইসরাইলি বাহিনী গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলকে ‘নিরাপদ মানবিক অঞ্চল’ হিসেবে চিহ্ণিত করে ফিলিস্তিনিদের সেখানে সরে যাওয়ার নির্দেশ দিলেও এসব এলাকায় তারা হামলা চালিয়ে যাচ্ছে। গাজার সরকারি মিডিয়া অফিস ফিলিস্তিনি জনগণকে বিভ্রান্ত করার জন্য ইসরাইলের নিন্দা জানিয়েছে।
শনিবার মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ১১ আগস্ট গাজা সিটি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুতি শুরু হওয়ার পর থেকে মধ্য ও দক্ষিণ গাজায় ১৩৩টি হামলায় এক হাজার ৯০৩ জন নিহত হয়েছেন। যা সেই সময়ের মধ্যে গাজাজুড়ে রিপোর্ট করা মোট মৃত্যুর প্রায় ৪৬ শতাংশ।
বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে আরো বলা হয়েছে, দক্ষিণে সরে যেতে বলা সত্ত্বেও বেসামরিক নাগরিকদের সরাসরি লক্ষ্যবস্তু করা হচ্ছে। এমন পরিস্থিতে বিশ্বের নিষ্ক্রিয়তা গণহত্যার জন্য ‘সবুজ সংকেত’ হিসেবে বিবেচিত হবে।
মধ্য গাজা থেকে আল জাজিরা জানিয়েছে, শনিবার ভোর থেকে গাজা সিটিতে ইসরাইলি হামলা বৃদ্ধি পেয়েছে এবং আল-শিফা হাসপাতালে হতাহতের সংখ্যা বাড়ছে।
এদিকে, ইসরাইলি হামলা বৃদ্ধি পাওয়ায় গাজা সিটির কিছু হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে। ইসরাইলি বাহিনীর গাজা সিটি দখল করার এবং প্রতিদিন আরো বেশি মানুষকে বাস্তুচ্যুত করার পরিকল্পনা রয়েছে।
শনিবার সকালে জর্ডান ফিল্ড হাসপাতালে ইসরাইলি বাহিনী ভারী বোমাবর্ষণ চালায়। গাজার সিটির অন্যতম প্রধান এই হাসপাতালটি ১০৭ জন রোগী ও তাদের পুরো কর্মীদের সরিয়ে নিতে বাধ্য হয়।
সূত্র : আল জাজিরা