বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন
ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় নিহত আরো ৬০ ফিলিস্তিনি আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় এক দিনে ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা প্রায় ৫৪ হাজার ৩৮১ জনে পৌঁছেছে।
শনিবার (৩১ মে) তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো ২৮৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ ২৪ হাজার ৫৪ জনে দাঁড়িয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি ভেঙে গত ১৮ মার্চ গাজা উপত্যকায় ইসরাইল নতুন করে আক্রমণ শুরু করে। জাতিসঙ্ঘ ও সাহায্য সংস্থাগুলোর মতে, গাজায় অবিরাম ও ব্যাপকভাবে বোমাবর্ষণ করছে ইসরাইল। এমতাবস্থায় গাজার পরিবারগুলো অনাহারে রয়েছে এবং বেঁচে থাকার মৌলিক উপায় থেকে বঞ্চিত হচ্ছে।
উল্লেখ্য, গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।