বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন

ইরানে হামলার পরিকল্পনায় ট্রাম্পের অনুমোদন

ইরানে হামলার পরিকল্পনায় ট্রাম্পের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন। তবে এ বিষয়ে তিনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করলেও চূড়ান্ত নির্দেশ জারি করা থেকে বিরত রয়েছেন ট্রাম্প। কারণ তিনি দেখতে চান, তেহরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে কি না।

গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এই খবর প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুসারে, ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টাদের জানিয়েছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়ার অনুমতি দিয়েছেন। তবে তেহরান শেষ মুহূর্তে কোনো সমঝোতায় আসে কিনা, তা দেখার জন্য কিছুটা সময় নিয়েছেন।

এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, ‘আমি করতেও পারি, নাও করতে পারি।’ এ ছাড়া তিনি ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’র দাবিও জানিয়েছেন এবং বলেন, ‘আগামী সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।’

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, তার দেশ কখনোই আত্মসমর্পণ করবে না। তিনি সতর্ক করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে, তবে তার চরম মূল্য দিতে হবে।’

উল্লেখ্য, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান পালটাপাল্টি হামলায় ইরানে নিহতের সংখ্যা ৪৫০ ছাড়িয়েছে। পালটা হামলায় ইসরাইলে কমপক্ষে ২৪ জনের মৃত্যু ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com