রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলি, ২০০ জনের বেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন জানিয়েছে, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে রাজধানী তেহরানে এক রাতেই ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর গুলিতে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে তেহরানে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি ছোড়ে। শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে টাইম ম্যাগাজিন জানায়, নাম প্রকাশ না করার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন শুধুমাত্র রাজধানীর ছয়টি হাসপাতালে ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। নিহতদের বেশির ভাগই গুলিতে প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, যদি এই মৃত্যুর সংখ্যা নিশ্চিত হয়, তবে এটি ইরান সরকারের বিক্ষোভ দমনে অত্যন্ত কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দেয়। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বের সতর্কতাকেও উপেক্ষা করা হয়েছে বলে মনে করছে সাময়িকীটি। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে খামেনি সরকারকে চড়া মূল্য দিতে হবে।

টাইম ম্যাগাজিন জানায়, গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন এখন পর্যন্ত ইরানের ৩১টি শহরে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতের সহিংসতার পর শুক্রবার রাতেও তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।

ওই চিকিৎসক আরও জানান, শুক্রবার হাসপাতালগুলো থেকে মরদেহগুলো সরিয়ে ফেলা হয়েছে। তার দাবি অনুযায়ী, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে মেশিনগান থেকে ব্রাশফায়ার করা হয়। এতে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হন। নিহতদের বেশিরভাগই তরুণ বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com