বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ইরানের ফোরদো, ইসফাহানসহ তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার (২১ জুন) ট্রুথ স্যোশাল প্লাটফর্মের অ্যাকাউন্টের এক পোস্টে এ তথ্য জানান। খবর আলজাজিরা ও সিএনএনের।

ট্রাম্প ট্রুথ স্যোশাল প্লাটফর্মের অ্যাকাউন্টে পোস্টে লিখেছেন, ‘আমরা ফোরদো, নাতানজ ও ইসফাহানসহ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে।

ট্রাম্প বলেন, প্রাথমিক লক্ষ্যস্থলে বোমার পূর্ণ পেলোড ফেলা হয়েছে, ফোরদোর জন্য সব বিমান প্রস্তুত। এটি আমাদের মহান আমেরিকানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।’

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, এটি (ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা) মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল ও পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।

ট্রাম্প আরো উল্লেখ করেন, হামলার পর সব মার্কিন বিমান ইরানের আকাশসীমা ত্যাগ করেছে। তিনি আজ ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

দখলদার ইসরাইলের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে জানিয়েছেন, অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু ব্যবহার করে ইরানের ফোরদো পরমানু কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মাটির ২৬২ ফুট গভীরে থাকা পরমাণু কেন্দ্রটিতে হামলা চালাতে ৩০ হাজার পাউন্ডের বাঙ্কার বাস্টার বোমার প্রয়োজন ছিল। যেটি শুধুমাত্র বি-২ বোমারুরই ছোড়ার ক্ষমতা আছে।

তবে আলজাজিরা জানিয়েছে, অত্যন্ত সুরক্ষিত ফোরদো পরমাণু কেন্দ্র সত্যিই ধ্বংস হয়েছে কি না সেটি এখনো নিশ্চিত নয়। কারণ ট্রাম্প কেন্দ্রটি ধ্বংস হয়ে যাওয়ার তথ্য জানিয়েছেন আরেকটি সূত্রের বরাতে। তার বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অনেক প্রমাণ রয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টিভির উপ-রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনি টিভিতে সরাসরি কথা বলেন।

তিনি বলেন, আমরা তিনটি পরমাণু কেন্দ্র আগেই খালি করে ফেলেছিলাম। যদি ট্রাম্পের কথা সত্যি হয়ও আমরা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির মুখে পড়িনি। কারণ পারমাণবিক উপকরণ আগেই সরিয়ে ফেলা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com